ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, সব গণতান্ত্রিক আন্দোলনে একক নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেটি পৃথিবীর ইতিহাসে আর নেই।
Advertisement
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা অকাতরে জীবন দিয়ে আলো ছড়িয়েছেন।
শনিবার ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডায় তিনি এসব কথা বলেন।
আজাদ চৌধুরী বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে এ জাতিকে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্বে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থানে ছিল এর অনস্বীকার্য অবদান। সব গণতান্ত্রিক আন্দোলনে একক নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেটি পৃথিবীর ইতিহাসে আর নেই। এটা আমার আমাদের গর্ব।
Advertisement
তিনি আরও বলেন, বর্তমানেও সে আলো জ্বালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সে আলো জ্বালিয়ে রাখতে হবে। এ আলোর দায়িত্ব নিয়ে বসে থাকা যাবে না। কারণ দেশের মানুষ ঢাবি ছাত্রদের নৈতিকতা আদর্শবান জাতির অন্যতম সহায়ক ভাবে। তাই এখানকার ছাত্রদের জ্ঞান চর্চা ও আবিষ্কারের কাজ চালিয়ে যেতে হবে। যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রকিব উদ্দিন আহমেদ, সদস্য বাহলুল মজনু চুন্নু প্রমুখ।
এমএইচ/এসআর
Advertisement