মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও মিরাজরা এখনো যে জার্সি পরে মাঠে নামেন, তাতে ‘রবির’ লোগো আাঁটা। কারণ এই প্রসিদ্ধ মোবাইল অপারেটরই বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর।
Advertisement
আগামীতেও রবিই জাতীয় দলের স্পন্সর থাকবে? নাকি নতুন কোন করপোরেট হাউজ জাতীয় দলের স্পন্সর হবে- তা জানতে আরও সপ্তাহ খানেক অপেক্ষায় থাকতে হবে। জাতীয় দলের টিম স্পন্সরশিপের নিলাম অনুষ্ঠিত চলতি মাসের ২৯ তারিখ।
আজ বোর্ডের পরিচালক পর্ষদের সভায় এ নিলামের দিন ধার্য্য করা হয়েছে। সভা শেষে শনিবার পড়ন্ত বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, ‘টিম স্পন্সরশীপের জন্য আগামী দুই বছরের জন্য আমরা নতুন চুক্তি করব।’
আগামী ২৯ এপ্রিল সে নিলাম অনুষ্ঠিত হবে। দুই বছরের জন্য জাতীয় দলের টিম স্পন্সরশীপে ফ্লোর প্রাইজ ৬০ কোটি টাকা।’
Advertisement
এআরবি/আইএইচএস/জেআইএম