দেশজুড়ে

বাঘের থাবা থেকে প্রাণে বাঁচলেন মৌয়াল

সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণে রক্ষা পেলেন আবুল হাসেম মোল্লা (৫৫) নামের এক মৌয়াল। গুরুতর আহত অবস্থায় তাকে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনি স্টেশনের শেলা এলাকায় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেচেঁ যাওয়া ওই মৌয়াল বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে। মৌয়াল দলটির নেতা আব্দুল কুদ্দুস মোল্লা ও পূর্ব সুন্দরবন বিভাগ এ খবর নিশ্চত করেছে।  আব্দুল কুদ্দুস মোল্লা জানান, ৮জন মৌয়াল নৌকাযোগে পূর্ব সুন্দরবনের বগী স্টেশন থেকে দুই মাসের অনুমতি নিয়ে গত ১০ এপ্রিল সুন্দরবনে মধু আহরণ করতে যায়। মঙ্গলবার বিকেলে সুন্দরবনের শেলা এলাকায় মধু আহরণকালে হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয় মৌয়াল আবুল হাসেম মোল্লা। এসময় আবুল হাসেম প্রায় ১০ মিনিট ধরে একাই প্রাণ বাচাঁতে বাঘের সাথে লড়াই করতে থাকেন। এক পর্যায়ে তার চিৎকারে অন্য মৌয়ালরা ছুটে এসে বাঘটিকে তাড়া করে। ফলে বাঘটি গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই মৌয়ালকে উদ্ধার করে কোস্টগার্ডের কোকিলমুনি স্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিৎকসা শেষে বুধবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এসএস/পিআর

Advertisement