দক্ষিণ কোরিয়ায় বুলফ্রগ ভেবে বিষাক্ত প্রজাতির ব্যাঙ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি ও তার সঙ্গীরা গত মাসে দায়েজন শহরের নিকটবর্তী একটি কুয়া থেকে পাঁচটি বড় আকারের উভচর প্রাণী ধরে নিয়ে আসেন। এর পরদিন তারা একটি রেস্টুরেন্টে সেগুলোকে রান্না করে খেয়ে ফেলেন।
Advertisement
তাদের ধারণা ছিল, ব্যাঙগুলো ‘বুলফ্রগ’ প্রজাতির হবে। কিন্তু ব্যাঙের মাংস খাওয়ার পর ৫৭ বছর বয়সী এক ব্যক্তি বমি করা শুরু করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানেই পরদিন সকালে মারা যান তিনি।
পুলিশ আরো জানিয়েছে, তাদের খাবারের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখা গেছে, ব্যাঙের শরীরে প্রাণঘাতী বিষের অস্তিত্ব ছিল। এছাড়া তারা যে ব্যাঙগুলো ধরেছিল, সেগুলো দেখতে বুলফ্রগের মতো হলেও ভিন্ন প্রজাতির। নিহত ব্যক্তির অপর সঙ্গীরাও একইভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হলেও তারা প্রাণে বেঁচে গেছেন।
কিছু প্রজাতির ব্যাঙ বিপদের আশঙ্কা করলে উত্তেজিত হয়ে নিজেদের ত্বকের ভিতরে থাকা বিষ ছড়িয়ে দেয়। দুর্ভাগ্যক্রমে ওই ব্যক্তিরা এ রকম বিষাক্ত কোনো ব্যাঙকেই নিজেদের আহার হিসেবে বেছে নিয়েছিলেন।
Advertisement
কেএ/এসআইএস/জেআইএম