ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ গতকাল রাতে স্থগিত করা অভিযান আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ফের শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘সাউথ প’।
Advertisement
বেলা সাড়ে ১১টার দিকে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে এ পর্যন্ত ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১৫টি জিহাদি বই ও হাইড্রোজেন লিকুইড গ্যাস ভর্তি ১৪টি কনটেইনার উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এর আগে সকালে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তিনি জানান, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে। ঘরের ভিতর বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ, বোম, অস্ত্র ও গুলি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। কাউন্টার টেরোরিজমের ২টি ইউনিট, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নাসিম আনসারি/এফএ/এমএস