দেশজুড়ে

ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ বৃষ্টি থামলেই অভিযান

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানা এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

Advertisement

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান একটু দেরি হচ্ছে। বৃষ্টি ছাড়ালে অভিযান শুরু করা হবে।

ধারণা করা হচ্ছে ঘরের ভিতর বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ, বোম, অস্ত্র ও গুলি থাকতে পারে বলে। কাউন্টার টেরোরিজম এর ২টি ইউনিট, র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে।

এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

নাসিম আনসারি/এফএ/এমএস