বিনোদন

সুরের পাখিকে ব্যথিত কুর্নিশ

প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শুক্রবার দুপুরের পর রাজধানীর আরমানিটোলার নিজ বাসায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত লাকী আখন্দ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার পর তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কিংবদন্তী এ সুরস্রষ্টাকে মৃত ঘোষণা করেন।লাকী আখন্দের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে দেশ-বিদেশ থেকে বিভিন্ন লেখক, কবি, সাংবাদিক ও সাহিত্যিকসহ অসংখ্য ভক্ত ও অনুরাগীরা ব্যথাতুর হৃদয়ে বিভিন্ন স্ট্যাটাস দিতে থাকেন। কবি আবু হাসান শাহরিয়ার লেখেন, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল-মহুয়ার বনে’ সুরের পাখিকে ব্যথিত কুর্নিশ।সাহিত্যিক মইনুল আহসান সাবের লিখেছেন, ‘প্রিয় লাকি, কেউ কেউ স্মরণের জানালার ওপাশে থেকে যান।’আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি মডেল মাকসুদা আক্তার প্রিয়তি লিখেছেন, ‘আমায় ডেকো না , ফেরানো যাবে না ,ফেরারি পাখীরা কুলায় ফেরে না ...----লাকি আখন্দ!! শিল্পীরা অমর, যুগে যুগে।’ফরিদ আহমেদ নামে এক যুবক লিখেছেন, ‘দীপ জ্বালা রাত জানি আসবে আবার, কেটে যাবে জীবনের সকল আঁধার।-শান্তিতে ঘুমান লাকি ভাই।’গণমাধ্যম কর্মী সুপন রায় লিখেছেন, ‘চলেই গেলেন, স্মরণের জানালায় দাড়িয়ে থেকে শুধু আমায় ডেকো, আমায় ডেকোনা ফেরানো যাবেনা।... সত্যি ফেরানো যাবেনা, পাবেনা বাংলা গান, এমন একজন যাদুকর সহজে । রেসপেক্টেট লাকি ভাই।’রুদাক্ষ রহমান নামে এক সাহিত্যিক ও সাংবাদিক লিখেছেন, ‘এদেশ; তুই, তুমি, আপনি,আমি, কেউ, কখনো, কোনোদিন লাকী, হ্যাপিদের বুঝতেই পারিনি!’মুনীম নামে একজন লিখেছেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারী পাখীরা কুলায় ফেরে না"।হা, প্রখ্যাত সংগীত শিল্পী লাকী আখন্দকে আর ফেরানো যাবে না। এই প্রখ্যাত শিল্পী আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন। তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করি।’উম্মুল ওয়ারা নামে আরেক সাংবাদিক লিখেছেন, ‘প্রিয় মানুষ, প্রিয় শিল্পী লাকী আখন্দ চলে গেলেন। জানি তাকে ফেরানো যাবে না। তিনি নিজেই গেয়েছেন, ‘আমায় ডেকোনা -ফেরানো যাবে না/ ফেরারী পাখিরা’/কুলায় ফেরে না’ লাকী আকন্দকে আমরা তবুও ডাকবো বার বার গানের এই ফেরারী পাখি আমাদের কাছেই রয়ে যাবে। গভীর শ্রদ্ধা ও শোক জানাই।’লাকি আকন্দের এক ভক্ত লিখেছেন, ‘পাখি পোষ মানে না, ফেরারিই হয় .....বিদায় বলবো না। বলি, ধন্যবাদ লাকী আখন্দ। একটা বিশাল ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞ আপনার কাছে। বাংলা আধুনিক গানে আপনি বেঁচে থাকবেন। ’এমইউ/এসআর

Advertisement