জাতীয়

উত্তরে বিজয়ী আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির ফলাফল পাওয়া যায়।আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল বাস মার্কায় পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।       বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ডিএনসিসি নির্বাচনের কার্যালয়ে ঢাকা উত্তরের প্রধান রিটার্নিং কর্মকর্তা শাহ আলম ফলাফল ঘোষণা করেন।প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর এক ঘণ্টা আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনও বর্জনের ঘোষণা দেয় বিএনপি।## নির্বাচনী ফলাফল : ঢাকা উত্তরএআরএস/পিআর

Advertisement