ভারতের নদিয়াতেও চলছিল ভোট। নদিয়ার কল্যাণীতে পুরভোটের ফল প্রকাশের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকালে হয়ে গেছে বেশ বড় ধরণের ব্যাংক ডাকাতি। গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে ৪৭ লক্ষ টাকা লুট করে পালিয়েছে এক দল সশস্ত্র ডাকাত। এ দিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কল্যাণী থানা থেকে সামান্য দূরে এলাহাবাদ ব্যাংকের একটি শাখায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ব্যাংকের কাজ যখন শুরু হয়, তখন সেখানে ম্যানেজার, ক্যাশিয়ার, সাফাইকর্মী ছাড়াও হাজির ছিলেন দু’-চার জন গ্রাহক। ডাকাতরাও ব্যাংকে ঢোকে গ্রাহক সেজে। তাদের মধ্যে দু’জন দাঁড়িয়ে থাকে মূল দরজার বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা প্রথমেই গ্রাহকদের হুঁশিয়ারি দেয়, তাদের কথা শুনলে কারও কোনও ক্ষতি করা হবে না। পাশাপাশি, মোবাইল বন্ধ করে তাদের কাছে জমা দিতে বলা হয়। গ্রাহকেরা মোবাইল ফোন জমা দিলে সেগুলোর ব্যাটারি খুলে ফেলে তারা। এর পরে মাথার উপরে হাত তুলে গ্রাহক এবং ব্যাংককর্মীদের মেঝেতে বসতে বলা হয়। সেই মতো মেঝেতে বসেও পড়েন সবাই। এর মধ্যে ব্যাংকের সিসিটিভিও অকেজো করে দেয় দুষ্কৃতীরা। তার পরে তারা ব্যাংক ম্যানেজার সদানন্দ সাউয়ের কাছ থেকে ভল্টের চাবি কেড়ে নেয়। সেখান থেকে সব টাকা বের করে একটা ব্যাগে ভরে ফেলে তারা। পরে ম্যানেজার এবং কর্মী-সহ গ্রাহকদের ব্যাংকে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালায় ডাকাতরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গোটা ঘটনাটি ঘটতে মিনিট দশেকের বেশি সময় লাগেনি। অন্য গ্রাহকেরা এসে দেখেন, ব্যাংকের দরজা বন্ধ। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।এসআরজে
Advertisement