প্রবাস

জেদ্দায় ইংলিশ স্কুলের অভিভাবকদের মুক্ত আলোচনা সভা

জেদ্দার একটি হোটেলে ‘স্কুল বাঁচাও, দেশ এবং জাতির সম্মান বাঁচাও’ এই স্লোগান নিয়ে সম্প্রতি এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ মিডিয়াম) অভিভাবকরা এ সভা আয়োজন করেন।

Advertisement

বিশিষ্ট সমাজ সেবক আক্কাস মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা মাশকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, আবদুল মান্নান, কাসেম মজুমদার, আবুল বাশার ইসলাম, রৌশন জামিল শিপু, মো. ইউছুফ, সাইফুল ইসলাম বাবুল, এরশাদ আহমেদ, আফজাল হোসেন, জাফর আহমেদ প্রমুখ।

বর্তমান পরিচালনা পর্ষদ স্কুলের লেখাপড়া ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন অভিযোগ করে তারা বলেন, এটা মোটেই কাম্য নয়।

তারা আরও অভিযোগ করেন, স্কুলে ভর্তির জন্য শিক্ষার্থীদের বেশি টাকা দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে মাত্রারিক্ত টিউশন ফি। কিন্তু হচ্ছে না মানসম্মত লেখা পড়া। তাই শিক্ষার্থীদের প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভর করতে হচ্ছে। যা অনেকেরই পক্ষে সম্ভব নয়।

Advertisement

তাই সাধারণ অভিভাবকরা স্কুলের বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পরিষদ গঠনের দাবি জানান।

এ বিষয়ে তারা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং দূতাবাসের সহায়তা কামনা এবং পূর্বের অডিট রিপোর্ট জমা দেয়ারও দাবি জানান।

এমএমজেড/এমএস

Advertisement