কাছিমের গতি নিয়ে আর ঠাট্টা করার জো থাকলো না। অন্তত ব্রিটেনের পশ্চিম ওয়েলসের পেমব্রকশায়ারের জুড রাইডার যে কাছিমটি পোষেন তার ক্ষেত্রে তো নয়ই। এই অভিনব কাছিমটির নাম মিসেস টি। আর এটি অভিনব এ কারণে যে, সে ছুটতে পারে কাছিমের স্বাভাবিক গতির দ্বিগুণ গতিতে। কারণ, তার সামনের দুটো পায়ের বদলে আছে দুটো চাকা! চাকার ঘটনাটি অবশ্য সুখের নয় মোটেও। মিসেস টি’র স্বাভাবিক দুটো পা-ই ছিল। এ বছর শীতনিদ্রার সময় বাসার পোষা কুকুরটি চিবিয়ে খেয়ে ফেলে তার পা দু’টি। বাকিটুকু শোনা যাক জুডের মুখে- “এই ভয়ানক কাণ্ড দেখে আমি দিশেহারা হয়ে মিসেস টিকে নিয়ে পশু চিকিৎসকের কাছে গেলাম। তিনি অনেক চেষ্টায় ওকে কিছুটা সুস্থ করলেন বটে, কিন্তু জানালেন তার আশঙ্কা, পা না থাকায় হাঁটতে চলতে না পেরে বাঁচবে না মিসেস টি”। এ কথা শুনেই চিকিৎসকের ফিস ১০০০ পাউণ্ড দিয়ে তিনি সোজা গেলেন তার বন্ধু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে। তিনিই এয়ারক্র্যাফট মডেলের দুটো চাকা আঁঠা দিয়ে কাছিমটির খোলসের সঙ্গে জুড়ে দিলেন। ৯০ বছর বয়সী মিসেস টি এই চাকা নিয়ে এখন দিব্যি দ্বিগুণ গতিতে ছুটতে পারছে। পেছনের পা দুটোকে সে ব্যবহার করছে ঠেলে সামনে এগুনো এবং থামার জন্য। জুড এই নতুন মিসেস টি নিয়ে ভীষণ খুশি। তার ধারণা মিসেস টিও নতুন পাগুলোকে ভালবেসে ফেলেছে। এই চাকা নিয়েই সে আরও ৫০ বছর বাঁচবে বলে আশাবাদী জুড। শুধু মাঝে মাঝে টায়ারগুলো বদলে দিলেই চলবে।দেখুন চাকাসহ মিসেস টি-কেএসআরজে
Advertisement