মতামত

সিটি নির্বাচন নিয়ে তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া

বাংলাদেশের তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার রাত ৮টা ৩৮ মিনিটে দেয়া তার ফেসবুক পেইজে নির্বাচন নিয়ে দেয়া স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো : `শুনেছি ভোট কারচুপি হয়েছে বাংলাদেশে। কারচুপি হলেই বা কী না হলেই বা কী? সেই তো থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। যে-ই বসুক গদিতে, দেশটাকে নষ্ট করা ছাড়া কি তাদের আর কোনও কাজ আছে? মানুষও ঠিক জানে সব দলের চরিত্র এক। মানুষ আসলে ভোট দেয় তাকে যার চরিত্র কিছু কম নষ্ট, যে কিছুটা কম সন্ত্রাসী। আর যারা এর মধ্যে সন্ত্রাসে বেশ হাত পাকিয়েছে, তারা খুব স্বাভাবিকতভাবেই সন্ত্রাসে বেশি মদত দেওয়া দলটিকে জেতাতে চায়। ভোট টোটের নিয়ম বন্ধ করে দিলেই হয়। অ্যানার্কি সৃষ্টি হবে? অ্যানার্কি কি চলছে না? একটা সময় দেশের নড়বড়ে অবস্থা দেখে বলতাম, `কামাল পাশার মতো একটা সেক্যুলার ডিক্টেটর চাই`। এখন আর বলি না। গণতন্ত্রের বারোটা বেজেছে বলে তো ডিক্টেটরশিপ চাইতে পারি না। তারচেয়ে গণতন্ত্রের নামে দেশে যা হচ্ছে হোক। দেশটা গোল্লায় যাবে, নয়তো ধর্মতন্ত্র দেশটাকে একদিন গিলে খাবে। ধর্মতন্ত্রই দেশকে নিয়ে যাবে একনায়কতন্ত্রের দিকে। পিঠে দেয়াল ঠেকে গেলে মানুষ রুখে দাঁড়ায়। বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে আছে যুগের পর যুগ। এভাবেই বাস করে অভ্যেস হয়ে গেছে। তারা রুখে তো দাঁড়াই-ই না, দেয়ালে পিঠ না থাকলেই বরং চমকে ওঠে।`প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশের ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি।বিএ/পিআর

Advertisement