রাজনীতি

বিএনপিহীন নির্বাচনে এগিয়ে আ. লীগের তিন প্রার্থী

সহিংসতা, অনিয়ম ও বিএনপির ভোট বর্জনের মাধ্যমে অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফল থেকে আওয়ামী লীগের এগিয়ে যাওয়ার চিত্র পাওয়া গেছে। সবশেষ কেন্দ্রগুলো থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফল আসতে শুরু করেছে। ঢাকা দক্ষিণের জন্য রিটার্নিং অফিসের কার্যালয় খোলা হয়েছে মহানগর নাট্য মঞ্চে। আর উত্তরের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অন্য দিকে চট্টগ্রামেও রিটার্নিং অফিসের কার্যালয়ে যাচ্ছে কেন্দ্রভিত্তিক ফল। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ৩৯২৬ ভোট। মোট ১০ কেন্দ্রের ফল এসেছে। অপরদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৩৩৮৩ ভোট।উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৩৫৭০ ভোট। মোট ১৪ কেন্দ্রের ফল এসেছে। অপরদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩০১৮ ভোট। তবে তাবিথ আউয়াল বর্জন করলেও ভালো ভোট পেয়েছেন। চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাসির উদ্দিন পেয়েছেন ১৪৭২৪ ভোট। মোট ২২ কেন্দ্রের ফল এসেছে। অপরদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৪৯৪০ ভোট।## সিটি নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনাএসএ/বিএ/পিআর

Advertisement