খেলাধুলা

সৌরভের ক্রিকেট জীবন নিয়ে বই প্রকাশ

ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম সৌরভ। যতদিন তিনি ক্রিকেট খেলেছেন ততদিন সাফল্য ও বিতর্ক হাত-ধরাধরি করে পথ চলেছে তাঁর। তিনি অবসর নেওয়ার পরও বহুবার নানা বিতর্ক ছেঁকে ধরেছে তাঁকে।এবার তার ক্রিকেটার জীবনের নানা ঘটনাবহুল সময়ের অভিজ্ঞতাকে নিয়ে "সৌরভ গাঙ্গুলি : ক্রিকেট, ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি" নামক বইয়ের পাতায়  তুলে ধরেছেন সৌরভের এক ভক্ত সপ্তর্ষি সরকার।বইটিতে সৌরভের ক্রিকেট কেরিয়ারের নানা সময়কে এবং অধিনায়ক থাকার সময়কে বিশ্লেষণ করা হয়েছে। বইটির বিষয়ে বলতে গিয়ে সপ্তর্ষি বলেছেন, "আমার সৌরভের উপরে একটি ওয়েবসাইট রয়েছে। সেখানেই বহু পাঠক আমায় অনুরোধ করেন একটি বই লিখতে দাদার উপর। এরপরই আমি বইটি লিখি।" বইটিতে গ্রেগ জমানার বিতর্কিত নানা মুহূর্ত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি, গোপাল বসু ও সৌরভের ছোটবেলার কোচ অশোক মুস্তাফির উপস্থিতিতে বইটি প্রকাশ করা হয়। তবে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সৌরভ নিজে।এমআর/পিআর

Advertisement