জাতীয়

সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দীন আহমদ বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত খবর হতে দেখা যাচ্ছে- ভোটারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করেছেন।মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিং এ এসব কথা বলেন সিইসি।বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে এ পর্যন্ত কেউ বর্জনের কথা জানিয়ে কোনো দরখাস্ত করেন নাই। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই নির্বাচন কোনো দলভিত্তিক নির্বাচন নয়। ব্যক্তিভিত্তিক নির্বাচন। আমরা তাদের সম্পর্কে অভিযোগ আমলে নিয়েছি। আমরা সারাদিন অনেক অভিযোগ পেয়েছি। গত দু`দিন ধরেই ফেক্সে নানান অভিযোগ আসছে। আমার এসবের তদন্ত করছি। কিছু কেন্দ্রে গোলযোগ ও ভোট বন্ধ হলেও কেন সেনাবাহিনী ডাকা হয়নি এ সম্পর্কে সিইসি বলেন, কেন্দ্র বন্ধ করা আর সেনাবাহিনীকে তলব করার মধ্যে ডিফারেন্স আছে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন সেনাবাহিনী তলব করা হবে। তখন আইন-শৃংখলা বাহিনীকে সাহায্য করবে সেনাবাহিনী।  এই নির্বাচন নিয়ে কমিশন সস্তুষ্ট কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও ভোট গণনা চলছে। এ সময়ও অনেক হামলা ঝামেলা হয়। কিন্তু ভোটাররা ভোট দিয়ে বাড়ি চলে গেছে এটাই আমাদের জন্য শান্তির কথা। তিনি আরো বলেন, নির্বাচনে শান্তি-শৃঙ্খলার তড়িৎ হস্তক্ষেপের কারণে কোনো কেন্দ্রে বড় ধরণের কোনো অঘটন হয়নি। আমি এবং আমার কয়েকজন সহকর্মী কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এসময় কয়েকজন সাংবাদিকও ছিলেন। এ সময় আমি ভোটগ্রহণ কর্মকর্তা, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা কেউই কোনো অভিযোগ বা অনিয়মের কথা বলেননি। ভোটকেন্দ্রে আসার জন্য কোনো প্রতিবন্ধকতা বা ভয়ভীতির মধ্যে পড়েছেন কিনা সেটাও জিজ্ঞেস করেছি। তারা বলেছেন, এ ধরনের কোনো পরিস্থিতির সস্মুখিত হননি তারা। এ ছাড়া কয়েকটি দেশের কুটনীতিক এই নির্বাচন পর্যবেক্ষণ করে সুষ্ঠু হয়েছে বলে গণমাধ্যমকে বলেছেন।সিইসি আরো বলেন, কতিপয় কেন্দ্রে কয়েকটি অনভিপ্রেত ঘটনার খবর আমাদের কাছে এসেছে। আমরা তৎক্ষনাত ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি কেন্দ্রে পরিস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তার বাইরে চলে গেলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। কেন্দ্র তিনটি হল ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর সেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (দক্ষিণ কমলাপুর), ৫৩ নম্বর ওয়ার্ডের আশরাফ মাষ্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (শ্যামপুর) এবং ২৫ নম্বর ওয়ার্ডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (নর্থসাউথ রোড)। এসব কেন্দ্রে  বিশৃংখলার সাথে জড়িত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গোলযোগের কারণে আরো কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর তড়িৎ পদক্ষেপের কারণে এসব কেন্দ্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই সাথে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক মুল্যবোধকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি তারা তাদের সমর্থকদের নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে অবস্থানের নির্দেশ দিবেন।এইচএস/আরএস/পিআর

Advertisement