অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ এপ্রিল (বুধবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ পরিচালনা করবে।
Advertisement
ইসির সহকারী সচিব (প্রশিক্ষণ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন, অফিস, জেলা নির্বাচন অফিস ও ঢাকার সকল কর্মকর্তা-কর্মচারীর কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ইসির নতুন বিল্ডিংটি অত্যাধুনিক। এ বিল্ডিংয়ে অগ্নিনির্বাপকের অত্যাধুনিক মেশিন লাগানো আছে। তাই এখানে কখনও আগুন লাগলে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে বিল্ডিং থেকে বের হওয়া যায় বা প্রাথমিক পর্যায়ে তার মোকাবেলা করা যায়, তা কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতেকলমে শেখানো হবে।
এইচএস/আরএস/ওআর/জেআইএম
Advertisement