খেলাধুলা

বৃষ্টিতে খেলা বন্ধ, বাংলাদেশ ৩১/০

ওয়ানডে সিরিজে সাফল্য ধরা দেয়নি, পুড়তে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জায়। একমাত্র টোয়েন্টি২০ সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলোদেশ।বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি নামার আগে ৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ৩১ রান সংগ্রহ করেছে। দুই ওপেনার তামিম ইকবাল(১১) ও এনামুল হক বিজয়(১৯) রান নিয়ে ব্যাট করছেন।টোয়েন্টি২০ ম্যাচে স্বাগিতক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশায় রয়েছেন মুশফিকরা। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি জিততে মুখিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জয়ের লক্ষ্যে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোর ৬টায় মাঠে নেমেছে মুশফিকবাহিনী।সর্বশেষ ওয়ানডে ম্যাচে দল থেকে ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে আগে ভাগে উড়িয়ে নিয়ে যাওয়া তাইজুল ইসলামের জায়গা হয়নি টোয়েন্টি২০ দলে। ইমরুলের পরিবর্তে জায়গা পেয়েছেন শামসুর রহমান। মাশরাফির পরিবর্তে দলে জায়গা হয়েছে তাসকিন আহমেদের, একজন ব্যাটসম্যানকে কম খেলিয়ে পেসার একজন বাড়িয়ে খেলানো হচ্ছে। সেক্ষেত্রে সুযোগ মিলেছে রুবেল হোসেনে; বাদ পড়েছেন মুমনিুল হক। গাজীর পরিবর্তে দলে সুযোগ মিলেছে মো: মিঠুনের।উল্লেখ্য, চলতি বছর জয়ের ধারায় নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৯টি ওয়ানডে হারের পাশাপাশি ৭টি টোয়েন্টি২০ ম্যাচে হেরেছে মুশফিকরা। টানা হারের এই বৃত্ত থেকে বেরুতে সেন্ট কিটসের ম্যাচে মুশফিকরা জয় পেতে মরিয়া থাকবেন এটাই স্বাভাবিক। যদিও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তাদের ছেড়ে কথা বলবেন না এটাও নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত ৫ বার টোয়েন্টি২০ লড়াইয়ে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে ২ বার। প্রথবার ২০০৭ সালের প্রথম টোয়েন্টি২০ বিশ্বকাপে, দ্বিতীয়বার ২০১১ সালে মুশফিকুর রহীমের নেতৃত্বে মিরপুর শেরে বাংলা স্টেডিয়মে।

Advertisement