ধর্ম

আল্লাহর নৈকট্য অর্জনের ছোট্ট জিকির

আল্লাহর নৈকট্য অর্জনের ছোট্ট জিকির

মুমিন বান্দার একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য অজর্ন। আর আল্লাহ তাআলা মানুষকে তাঁর নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবি-রাসুল প্রেরণ করেছেন। নবি-রাসুলগণ সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন।

Advertisement

কুরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তাঁর নৈকট্য অর্জন সম্ভব। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন-ই সহজ ৪টি জিকিরের কথা বলেছেন-

হজরত সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‌আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি-

>> সুবহানাল্লাহ (سُبْحانَ الله)>> আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله)>> লা ইলাহা ইল্লাল্লাহ (لَا اِلَهَ اِلَّا الله) এবং >> আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر)।

Advertisement

এর যে কোনো একটির দ্বারাই (জিকির) আরম্ভ করা যেতে পারে। (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকাল এবং সন্ধ্যায় এ ছোট এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো দ্বারা জিকির করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

Advertisement