বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফর করবে আয়ারল্যান্ড জাতীয় দল। আর এ সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট আয়ারল্যান্ড। ১৪ সদস্যের এই দলে ডাক পেয়েছেন দুই অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন ও পল স্ট্রার্লিং। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেস বোলার বয়েড র্যানকিন।
Advertisement
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন ১০৭ ওয়ানডে ও ৫৯টি টি-২০ ম্যাচ খেলা কেভিন। আর ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে গিয়ে আঙ্গুলের ইনজুরি পড়েন ৭৮টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্ট্রার্লিং। অবশেষে সুস্থ হয়ে আবারো দলে ফিরলেন তারা। আর আফগানদের বিপক্ষে সিরিজে পিঠের ইনজুরিতে পড়েন র্যা নকিন। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৭ মে।
আয়ারল্যান্ড স্কোয়াড : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রি বলব্রিনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, এন্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।
এমআর/পিআর
Advertisement