মিসরের সেন্ট ক্যাথরিন আশ্রমের কাছে একটি চেকপয়েন্টে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ সিনাই উপত্যকায় ওই আশ্রমটি অবস্থিত। খবর বিবিসির।
Advertisement
গির্জার প্রধান ফটক থেকে কয়েকশ মিটার দূরের ওই হামলার ঘটনায় আরো তিন পুলিশ আহত হয়েছেন।
তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে জানেয়েছে, তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।
সিনাই পর্বতের পাদদেশে সেন্ট ক্যাথরিন আশ্রমটি অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী খ্রিস্টান আশ্রমের তালিকায় সেন্ট ক্যাথরিন সবথেকে প্রাচীন। আশ্রমটি পূর্ব অর্থডক্স গির্জার অংশও।
Advertisement
মাত্র কয়েকদিন আগেই মিসরে দুটি কপটিক খ্রিস্টান গির্জায় বোমা হামলার ঘটনায় ৪৫ জন নিহতের পর মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটল।
রোমান ক্যাথলিক গির্জার প্রধান পোপ ফ্রান্সিসের কায়রো সফরের অাগে এ ধরনের হামলা নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।
কেএ/টিটিএন/আরআইপি
Advertisement