জাতীয়

লাঞ্ছনার ঘটনায় ইসিতে সাংবাদিকদের জরুরি সভা

নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত সাংবাদিকদের লাঞ্জিতের ঘটনায় সভা আহ্বান করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ার বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

Advertisement

আরএফইডি`র নেতরা বলেছেন, অবাধ তথ্য প্রবাহের যুগে এ ধরনের বাধা-নিষেধ গণতন্ত্র বিরোধী। যা নির্বাচন কমিশনের কাছে আশা করা যায় না। এ ধরনের বাধা দূর না করলে সাংবাদিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

আরএফইডি`র সভাপতি সোমা ইসলাম ও সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী সংগঠনটির সকল সদস্যকে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় নির্বাচন কমিশনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ইসি বিটে কর্মরত সাংবাদিকরা নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করতে চাইলে বাধা দেয়া হয়। এরপর সেখানে দায়িত্বরত কয়েকজন সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে সচিবের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।

Advertisement

এইচএস/আরএস/এএইচ/আরআইপি