দেশজুড়ে

এবারও পেঁয়াজের বাম্পার ফলন

কৃষি প্রধান বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষকদের কাছে বিভিন্ন ফসলের মধ্যে ধান, পাট ও পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক ফসল। ফরিদপুরের সালথা উপজেলায় অধিকাংশ জমিতেই পেঁয়াজ ও পাট চাষ করা হয়। এখন চলছে পেঁয়াজ তোলার মৌসুম। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের পেঁয়াজ তোলা প্রায় শেষের দিকে। এ বছরও বাম্পার ফলন হয়েছে। উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পেঁয়াজ চাষী নুরুদ্দীন মোল্লা জাগো নিউজকে জানান, আগের বছরের চেয়ে এবার পেঁয়াজের ফলন বেশি দেখা যাচ্ছে। বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ ফলন হয়েছে। আর প্রতি মণ পেঁয়াজের বাজার মূল্যে পাচ্ছি সাড়ে ৭শ থেকে সাড়ে ৮শ টাকা। এরকম দাম যদি কৃষক পায় তাহলে কোন সমস্যা হবে না। সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের কৃষক সেমেল মাতুব্বার জাগো নিউজকে জানান, সময় মতো সার কীটনাশক, পানি ও আগাছা মুক্ত করায় এ বছরও পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজে তোলার আগেই অধিকাংশ কৃষক পেঁয়াজের মধ্য দিয়ে পাট বপন করেছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর এই উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ১২ মেট্রিক টন পেঁয়াজ ফলন হয়েছে। এমজেড/এমএস

Advertisement