ফিচার

‘তুই কি অন্ধ, সিগন্যাল দেইখ্যাও গাড়ি ব্রেক করলি না’

ভয়ে থর থর করে কাঁপছিল মেয়েটি। অস্ফুট কণ্ঠে আল্লাহকে ডাকার পাশাপাশি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ মাটিতে পড়ে থাকা যুবকের উদ্দেশ্যে বার বার বলছিল- কোথায় কোথায় ব্যথা লেগেছে?

Advertisement

মেয়েটি নিজেও খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশের ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। আশপাশের লোকজন মোটরসাইকেল ও আরোহীকে টেনে তোলেন। বাসচালককে গাড়ি থেকে নামিয়ে উত্তম-মধ্যম দিয়ে বার বার বলতে থাকে ‘তুই কি অন্ধ, উনি যে ইন্ডিকেটর (সিগন্যাল) লাইট জ্বালাইলো, তাও গাড়ি ব্রেক করলি না।’

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ের পূর্বদিকে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া এভিনিউ সড়ক ধরে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল দ্রুত গতিতে চলছিল। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী খামারবাড়ীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল আরোহী খামারবাড়ীর সামনে ডান দিকে মিরপুরের দিকে যাওয়ার জন্য সিগন্যাল দিয়ে এগিয়ে যাওয়ার সময় মিরপুর লিংক (মিরপুর টু আজিমপুর) ৩৬ নম্বর বাসটি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা তরুণ-তরুণী মাটিতে পড়ে যান। তবে অল্পের জন্য দুজনই বড় দুর্ঘটনা থেকে রেহাই পান।

Advertisement

পরে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা মোটরসাইকেলসহ দুর্ঘটনাকবলিত তরুণ-তরুণীকে উদ্ধার করেন।

এমইউ/আরএস/এএইচ/পিআর