অর্থনীতি

নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করা হবে

নৌপথে পর্যটক বাড়াতে ভারতের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে বুধবার ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রী উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি নৌ-চুক্তি রয়েছে, সেটা ১৯৬৫ সালের এবং এটা শুধু কার্গো কিংবা মালামাল পরিবহনের জন্য। ভারতের সঙ্গে সড়ক ও রেলপথে যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে। এখন পর্যটকদের স্বার্থে নৌ-পথে যাত্রী পরিবহন সংক্রান্তও একটি চুক্তি করা দরকার।’তিনি বলেন, পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য ২০১৬ সালে পর্যটন বর্ষ এবং ২০১৮-১৯ সালে দেশে পর্যটন উৎসব পালন করা হবে।

Advertisement