জাতীয়

‘পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগসাজশে জাল রুপির ব্যবসা’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম ১৫ লাখ ৩৪ হাজার জাল রুপি ও রুপি তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পাকিস্তানি নাগরিকদের সঙ্গে পরস্পর যোগসাজশে জাল ভারতীয় রুপির ব্যবসা করে আসছিল। এ জাল রুপি তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এবং যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের কাছে বিক্রি করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ১৭ এপ্রিল বিকেল পৌনে ৫টায় রাজধানীর আদাবর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- মো. বুলবুল আহম্মদ খাইরুল ইসলাম, শামছুল হক, শাহীন আক্তার ও আলমগীর হোসেন।

তাদের কাছ থেকে জাল রুপি তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ দুই হাজার, এক হাজার এবং ৫শ রুপির নোটের সর্বমোট ১৫ লাখ ৩৪ হাজার জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

এএস/এআর/এনএফ/পিআর

Advertisement