নীলফামারী- ৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান আর নেই। (ইন্না----রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
Advertisement
জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার সহাকারী পরিচালক কামাল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেল সাড়ে ৩টায় তার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এ এ মারুফ সাকলানের জন্ম ১৯৪৪ সালের ৩ মে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়া গ্রামে। কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত একজন সামরিক কর্মকর্তা ছিলেন।
Advertisement
ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী। সামরিক বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৮৯ সাল থেকে নীলফামারী জেলা আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। নবম সংসদে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
এইচএস/জেডএ/এআরএস/জেআইএম
Advertisement