নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবালকে পায়নি মোহামেডান। যার ফলে পুরো ম্যাচেই তার অভাব ফুটে ওঠে। দলটিও ধুকতে ধুকতে সাদামাটা একটা স্কোর গড়ে। দ্বিতীয় ম্যাচে ফিরে আসলেন অধিনায়ক রাজকীয় ঢঙ্গে। দারুণ এক সেঞ্চুরি তুলে দলকেও নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।
Advertisement
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে শামসুর রহমান শুভকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। দারুণ ব্যাটিং করে ৭৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। শুভর বিদায়ের পর রনি তালুকদারকে নিয়েও ৫৭ রানের জুটি গড়েন বাঁহাতি এই ওপেনার। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পরলেও একপ্রান্তে অবিচল থাকেন তামিম।
শেষ পর্যন্ত ১০২ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তামিমের ১৩তম সেঞ্চুরি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের সংগ্রহ ১০৮ রান। এ সময় মোহামেডানের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান। তামিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন ৫ রানে।
Advertisement
আরটি/এমআর/জেআইএম