আন্তর্জাতিক

বিমানের সিট নিয়ে দু’যাত্রীর ঝগড়া, জরুরি অবতরণ

নিউ ইয়র্কে বিমানে বসার সিট নিয়ে দু’যাত্রীর ঝগড়া থামাতে না পেরে অবশেষে বিমান অবতরণে বাধ্য হয়ছে পাইলট।  নি ডিফেন্ডার নামে একটি যন্ত্র বসানোর ফলে সামনের যাত্রী ইচ্ছে মতো নিজের সিটটি বাকিয়ে নিতে না পারায় ঝগড়ার সূত্রপাত। ঘটনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডেনভারগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি প্লেনে। খবর বার্তা সংস্থা বাংলা প্রেস’র।ঘটনার সূত্রপাত সিটের পেছনে নি ডিফেন্ডার নামে একটি যন্ত্র বসানোকে কেন্দ্র করে। যন্ত্রটি বসানোর ফলে সামনের যাত্রী তার ইচ্ছে মতো নিজের সিটটি বাকিয়ে নিতে পারছিলেন না।সিট নিয়ে ঝগড়া, অবতরণে বাধ্য হলেন পাইলট তিনি পেছনের সিটে বসা ওই যাত্রীকে যন্ত্রটি সরিয়ে নিতে বলেন। কিন্তু এতে কর্ণপাত করেননি পেছনের যাত্রী। পরে বিমানের এক ক্রু এসে তাকে যন্ত্রটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। তাতেও সাড়া দেননি তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সামনের যাত্রী। তিনি নিজের কাপ থেকে পেছনের যাত্রীর মুখে পানি ছুড়তে থাকেন। ছেলে-মানুষের মতোই ঝগড়া শুরু করেন দুজনে। তাদের থামাতে ব্যর্থ হন প্লেনের ক্রুরা। অবশেষে উপায়ান্তর না দেখে শিকাগো বিমানবন্দরে অবতরণ করেন পাইলট। অবতরণের পর মারামারি করা দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও শিকাগো বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement