ইতালির রাজধানী রোমে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (ইপিবিএ) একবছর পূর্তি উৎসব পালন করেছে ইতালি শাখা। সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ভিয়া কাপুয়া বাংলা পাঠশালা মিলানায়তনে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।
Advertisement
ইপিবিএ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি সানজিদা আহমেদ ববির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, আতিয়ার রসুল কিটন, সহ-সভাপতি কাজী মুনসুর আহমেদ শিপু, সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীম, সদস্য মৌসুমী মৃধা, ইপিবিএ ইতালি শাখার উপদেষ্টা আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, কোষাধ্যক্ষ মাহাবুবুল কাদির, ওয়ায়েস প্রমুখ।
এ সময় বক্তব্য দেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা সংস্থা ইতালির সভাপতি শান্তা সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আরিফা, সহ-সভাপতি আহসান মিরা, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, মহিলা সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিলা বেগম, উম্মেহানী প্রিন্স ও বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা।
অনুষ্ঠনে বক্তারা ইপিবিএর সাফল্যের এক বছর তুলে ধরেন এবং ইপিবিএ আগামী দিনে প্রবাসীদের সব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন। পরে কেক কেটে অতিথিদের অাপ্যায়ন করা হয়।
Advertisement
জেডএ/জেআইএম