আন্তর্জাতিক

১১ বছর বয়সেই সঙ্গীতে স্নাতক! (ভিডিও)

কার্টিস এলটনের বয়স মাত্র ১১। এই বয়সে একটি শিশুর বড়জোর সপ্তম শ্রেণিতে পড়ার কথা। কিন্তু কার্টিসের ক্ষেত্রে ঘটে গেছে এক বিরাট ব্যতিক্রম। এই বয়সেই সে পার করে ফেলেছে স্নাতক পর্যায়ের পড়াশোনার গণ্ডী। আর তা করেছে সে সঙ্গীতে। সঙ্গীতের শিশু-প্রতিভা কার্টিস ট্রিনিটি কলেজ লন্ডন থেকে সঙ্গীতের ওপর ডিপ্লোমা এলটিসিএল-এ উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। বর্তমানে বিশ্বে কার্টিসই সবচেয়ে কম বয়সে এই ডিগ্রিধারী। কার্টিসের পিয়ানোয় হাতে খড়ি তার মা কনসার্ট পিয়ানিস্ট হেয়লে’র কাছে ৩ বছর বয়সে। চার বছর বয়স থেকেই মিউজিক নোট পড়তে শেখে সে। বাড়িতেই পড়াশোনা করা কার্টিস রোজ দু’ ঘণ্টা পিয়ানো চর্চা করে তার সাদা রঙের ইয়ামাহা গ্র্যান্ড পিয়ানোটায়। এখন সে অনায়াসে অবিশ্বাস্য নৈপুণ্য বাজায় বাখ, মোৎজার্টসহ বিশ্বখ্যাত সমস্ত কম্পোজারদের সৃষ্টি। কার্টিসের পরীক্ষক তার সম্পর্কে বলেন, তার মোৎজার্ট বাজানোয় আলাদা মহিমা আছে। তার হাত সচ্ছন্দে, সহজভাবে ঘুরতে থাকে পিয়ানোর রিডে। এই অসাধারণ শিশু সঙ্গীত-প্রতিভা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডেরও ভক্ত। ওয়েন রুনি আর রবিন ফন পার্সি তার প্রিয় খেলোয়াড়। জাগো নিউজের পাঠকরা দেখে নিন ১১ বছরের কার্টিসের পিয়ানোর জাদু-এসআরজে

Advertisement