খেলাধুলা

জাতীয় যুব ফুটবলের চূড়ান্ত পর্ব ২৩ এপ্রিল থেকে

অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ২৩ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। বিকেএসপি, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, সাতক্ষীরা এবং সিলেট- এই ৮ দল আঞ্চলিক পর্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছে চূড়ান্ত পর্বে। ৩০ এপ্রিল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ৪ মে ফাইনাল।

Advertisement

সোমবার বাফুফে ভবনে চূড়ান্ত পর্ব উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি জানান, ‘বাফুফের নির্বাচনে আমাদের কমিটমেন্ট ছিলো বয়সভিত্তক এ টুর্নামেন্ট করার। ইতোমধ্যে আমরা সুন্দরভাবে শেষ করেছি এর প্রাথমিক পর্ব। আমার দুই পাশে বসা সালাম মুর্শেদী ও  ইলিয়াস হোসেনের মতো তারকা ফুটবলারদের জন্ম হয়েছে এই বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে। আশা করছি এই টুর্নামেন্ট থেকে জাতীয় দলের পাইপলাইনে নতুন অনেক ফুটবলার আসবে।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীও মনে করছেন এখান থেকেই বের হয়ে আসবে আগামী দিনের তারকা, ‘বর্ষপঞ্জিতে ছিলো আমাদের এই টুর্নামেন্টটি। সেটিই বাস্তবায়ন হলো। আমাদের লক্ষ্য ছিলো জেলা ফুটবলকে আরো বেগবান করা। তারই একটি অংশ এই টুর্নামেন্ট। এরপর জেলা পর্যায়ে লিগ আয়োজন করবা আমরা।’

আরআই/আইএইচএস/এমএস

Advertisement