নেপালে শক্তিশালী মাত্রার ভূমিকম্পের কারণে আগামী বসন্ত মৌসুমে এভারেস্টের চীন অংশ দিয়ে আরোহন বাতিল করেছে দেশটি। শনিবারের ভূমিকম্পে পৃথিবীর সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গে তুষারধষের ঘটনা ঘটে। তুষারধষে ১৮ পর্বতারোহী নিহতের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন। জানা গেছে, এ মৃত্যুসংখ্যা বেড়ে ষাটের কাছাকাছি পৌঁছেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়ার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এভারেস্টে আরোহন বাতিলের তথ্য জানিয়েছে।তুষারধসের পর এভারেস্টের তিব্বত অংশ দিয়ে এ পর্যন্ত চার শতাধিক পর্বতারোহী নেমে এসেছেন। শনিবারের ভূমিকম্পে সৃষ্ট তুষারধসের সময় এভারেস্টের বিভিন্ন উচ্চতায় প্রায় আট শতাধিক আরোহী আটকা পড়েন।আটকেপড়া পর্বতারোহীদের এভারেস্টের নেপাল অংশ দিয়ে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়। রোববার আবহাওয়া কিছুটা অনুকূলে আসার পর কিছু আরোহী ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার শৃঙ্গের বিভিন্ন উচ্চতা থেকে হেঁটেই নেমে আসেন। বসন্ত মৌসুমে এভারেস্টের নেপাল অংশ দিয়েও আরোহন বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসি গৌতম।একে/আরআই
Advertisement