জাতীয়

বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Advertisement

সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২১ মিনিটে।

Advertisement

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও ডিমলায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: আবহাওয়া অধিদফতর।

এনএফ/জেআইএম

Advertisement