সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা ও আর্থিক সহায়তা চাইলেন নেপাল থেকে পড়তে আসা রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা। এ উপলক্ষে সোমবার দুপুরে নেপাল-রংপুর সোসাইটির ব্যানারে রংপুর ডেন্টাল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একটি শোক র্যালি বের করেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শোক সভা করেন। এসময় নেপালের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়তে আসা প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।শোকসভার শুরুতে ভূমিকম্পে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর ডেন্টাল কলেজের শিক্ষার্থী অভিনাষ, প্রাইম মেডিকেল কলেজের জেনিসা, কমিউনিটি মেডিকেল কলেজের আসমিতা, রবীন প্রমুখ। বক্তারা নেপালের এ ভয়াবহ দূর্যোগপূর্ণ মুহূর্তে রংপুরসহ দেশবাসীর কাছে সহায়তা ও প্রার্থনা কামনা করেন।এমজেড/আরআইপি
Advertisement