প্রবাস

রোমে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ২২ এপ্রিল

প্রতিবছরের মতো এবারও ইতালির রোমে চার দিনব্যাপী বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা শুরু হচ্ছে ২২ এপ্রিল (শনিবার)। এতে দেশীয় নানা পণ্য-খাদ্যের পসরা ছাড়াও থাকবে দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

Advertisement

আয়োজক সংশ্লিষ্টরা বলছে, এরই মধ্যে বৈশাখী মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২২ এপ্রিল থেকে শুরু হয়ে মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন স্থানীয় সময় রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশি ছাড়াও মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন অন্যান্য দেশের নাগরিকরাও।

রোমে জাতীয় বৈশাখ উদযাপন পরিষদ-১৪২৪ এর উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকছে স্বদেশী বিভিন্ন রকমারি পণ্যের স্টল। দেশীয় বস্ত্র, বহুজাতিক কোম্পানি প্রাণ-আরএফএল এর নানা রকমের খাদ্য দ্রব্যসহ স্থানীয় আরো প্রতিষ্ঠানের স্টলও অংশ নেবে মেলায়।

Advertisement

আয়োজকরা বলছেন, বছরজুড়ে বাংলাদেশি প্রবাসীরা পেশাগত নানা কাজে ব্যস্ত থাকেন। বৈশাখী মেলা তাদের সব ক্লান্তি দূর করে দেয়, সুযোগ করে দেয় একে-অপরের সঙ্গে দেখা-সাক্ষাতেরও। নানা শ্রেণী-পেশার প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে মেলাস্থল পরিণত হবে প্রবাসীদের মিলন মেলায়।

মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাংবাদিক মোস্তাফিজ রহমান, ক্লোজাপ ওয়ান ফোক শিল্পী শেফালী সারগাম, ফারজানা ইয়াসমিন, শিল্পী আব্দুল্লাহ আল মামুন। যাচ্ছেন যাদুশিল্পী শাহীন শাহও। প্রবাসী শিল্পীদের পরিবেশনা তো থাকছেই।

মেলায় সহযোগিতা করছে প্রাণ ফ্রুটো। এছাড়া অন্যদের মধ্যে মানিগ্রাম, প্লাস পয়েন্ট ট্রাভেলস এজেন্সি, মাল্টি মিডিয়া, ধূমকেতু অনলাইন টিভিসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানও সহযোগিতায় করছে। চারদিনব্যাপী বৈশাখী মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

মেলা আয়োজনে সংশ্লিষ্ট ধূমকেতু স্যোশাল সংগঠনের কর্ণধার বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Advertisement

‘বিদেশে বাঙালির নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে প্রতিবছরই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও হচ্ছে।’

রোমস্থ বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু বলেন, বাংলা ভাষাভাষী সবার জন্য বৈশাখ একটি আনন্দের দিন। যা যুগ যুগ ধরে লালন করে আসছে বাঙালি জাতি। তাই বিদেশ বি-ভূঁইয়ে থেকেও আমরা সেটি ভুলি নাই।

এ মেলার মাধ্যমে রোমে বাঙালির বৈশাখের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন।

এমএমএ/জেআইএম