দেশজুড়ে

গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের বরিশাল রায়পাশা-কড়াপুর শাখার ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisement

রোববার বিকেলে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গ্রামীণ ব্যাংক রায়পাশা কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও সাবেক সিনিয়র অফিসার শাহ আলম।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) হারুন অর রশিদ মামলার নথির বরাত দিয়ে জানান, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত ৩ গ্রাহকের নামে ১০ লাখ টাকা উত্তোলন করেন। পরে কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে বাকি ৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন দেলোয়ার হাসান ও শাহ আলম।

Advertisement

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজি বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর মামলা করেন।

২০১৪ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপ-পরিচালক বাহাদুর আলম। মামলায় ১৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

সাইফ আমীন/এমএএস/জেআইএম

Advertisement