আন্তর্জাতিক

ইউক্রেনে ১০ রাশিয়ান সেনা আটক

ইউক্রেন সীমান্তে প্রবেশ করায় অন্তত ১০ রাশিয়ান সেনাকে আটক করেছে কিয়েভ। মঙ্গলবার রাশিয়া সীমান্ত থেকে ২০ কিলোমিটার ভেতরে তাদের আটক করা হয়। মস্কো এ ঘটনাকে দুর্ঘটনা বলে অভিহিত করেছে।ইউক্রেন সেনাবাহিনী আটক করা সেনাদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এটি তাদের যুদ্ধ নয়। বরং সীমানা চিহ্নিত না থাকায় তারা ওই অঞ্চলে ভুলে ঢুকে পড়েছে।এ ধরনের ঘটনা এমন সময় ঘটল যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো প্রোশেনকোর মধ্যে বেলারুশে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। তা ছাড়া ইউক্রেনের রাশিয়াপন্থী বিদ্রোহীদের মস্কো সহায়তা করছে বলে কিয়েভ যে অভিযোগ করে আসছে এ ঘটনার মধ্য দিয়ে তা আরও বিতর্কিত হয়ে গেল।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, ওই সেনারা রাশিয়া-ইউক্রেন সীমান্তে টহল দিচ্ছিল। কিন্তু সীমান্ত চিহ্নিত না থাকায় তারা দুর্ঘটনাক্রমে ইউক্রেন সীমান্তে ঢুকে পড়ে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা জানতে পেরেছি যে, ইউক্রেন সেনারা যখন তাদের আটক করে তখন তারা প্রতিরোধ করার চেষ্টা করেনি।বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সময়ে অন্তত ৫০০ ইউক্রেন নাগরিক রাশিয়ায় প্রবেশ করেছিল। কিন্তু আমরা বিষয়টি নিয়ে কোনো রকম প্রচার চালায়নি। বরং তাদের সসম্মানে সীমান্ত পার করে দেওয়া হয়েছে।ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বলেছে, বিদ্রোহী অধ্যুষিত দোনেটস্ক রাজ্য থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং রাশিয়া সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে তাদের আটক করা হয়। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র অ্যান্ড্রি লিসেনকো বলেছেন, ‘এটা কোনো ভুল হতে পারে না। বরং তারা বিশেষ উদ্দেশ্য নিয়েই ভেতরে প্রবেশ করেছিল।’উল্লেখ্য, তিন মাস আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেটস্ক রাজ্যের রাশিয়াপন্থী বিদ্রোহীরা ওই অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে। এর পর ইউক্রেন সেনারা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কিয়েভ (ইউক্রেনের রাজধানী) শুরু থেকেই অভিযোগ করে আসছে যে, রাশিয়া দেশটির (ইউক্রেন) বিদ্রোহীদের সরাসরি সহযোগিতা করছে। কিন্তু মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।ইউক্রেনের বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এমনকি তারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে রাশিয়াকে সতর্ক করে বলেছে, দেশটি যদি ইউক্রেনের বিদ্রোহীদের সহায়তা বন্ধ না করে তাহলে পূর্ব ও পশ্চিমের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। অবস্থা যখন এই তখন সর্বশেষ এ ঘটনায় পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : বিবিসি ও রয়টার্স

Advertisement