সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার হেফাজতকে তাদের ছায়াতলে নিয়ে গেছে। এখন জামায়াতের সঙ্গেও তাদের যোগাযোগ চলছে।
Advertisement
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় নির্বাচনকালীন সরকার গঠনে নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন।
জামায়াতে ইসলামী কেন এখনও নিষিদ্ধ হয়নি সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এখন ধর্ম নিয়েও রাজনীতি শুরু করেছে। তারা হেফাজতে ইসলামের সঙ্গে আঁতাত করেছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে বলে এখনও করছে না। আসলে তারা ভোটের রাজনীতি করছে। হেফাজতকে তাদের ছায়াতলে নিয়ে গেছে। এখন জামায়াতের সঙ্গেও তাদের যোগাযোগ চলছে।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, কীভাবে এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে? কমিশন তো প্রশাসনের ওপর ভর করে নির্বাচন পরিচালনা করতে চায়। আর প্রশাসন তাকিয়ে থাকে প্রধানমন্ত্রীর দিকে। তিনি যেভাবে চান সেভাবেই নির্বাচন হয়।
Advertisement
আলোচনা সভায় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই বলেন জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সরকার যেন তেনভাবে ক্ষমতায় চলে যাবে। আবার সুষ্ঠু নির্বাচন হলে সরকার ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু আমি জানতে চাই যারা এখন বিরোধী দলে আছেন তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য কী করবেন?
‘নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আমি বলব এর দায়ভার কোনোভাবে সরকারের নয়। এ দায়ভার বিরোধী দলের। কারণ তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করতে পারেনি। ন্যায়ের জন্য লড়াই করতে পারেনি’ বলেন বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বাংলাদেশ ইসলামিক পার্টির সহ-সভাপতি এজাজ হোসেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
এমএম/জেএইচ/জেআইএম
Advertisement