অর্থনীতি

বাজেট ঘাটতি হবে ৫.৪ শতাংশ : অর্থমন্ত্রী

আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশের বেশি থাকছে বাজেট ঘাটতি। ফলে বাড়বে ব্যাংক খাতের ঋণ নেয়ার প্রবণতা। রোববার সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Advertisement

অর্থমন্ত্রী বলেন, এবারে বাজেট ঘাটতি আমরা বেশি রাখছি। বাজেট ঘাটতি ৫ দশমিক ৪ হতে পারে। আগামী বছরের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর ছিল ৭ দশমিক ২।

উল্লেখ্য, বর্তমান বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা, যা পরে সংশোধন করে তা কমানো হয়। আগামী বাজেটে এ ঘাটতি ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এমইউএইচ/এমআরএম/বিএ/জেআইএম

Advertisement