২০২৪ সালের অলিম্পিক আয়োজন নিয়ে কিছু দিন থেকেই ভারতে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে একদিনের ঝটিকা সফরে ভারতে এসেছেন আইওসি প্রেসিডেন্ট। আর এর ফলে অলিম্পিক আয়োজনের বিষয়ে জনগণের আগ্রহ আরও বেড়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ। ২০২৪ সালের অলিম্পিকের দায়িত্ব নিতে আদৌ কি প্রস্তুত ভারত? বৈঠকে সম্ভবত সে বিষয়েই আলোচনা হবে।তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বারদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন আইওসি প্রেসিডেন্ট।আজ রাতে ভারত ছাড়ার আগে সম্ভবত সাংবাদিক বৈঠক করবেন বাচ।তবে মোদী-বাচের আলোচনার বিষয় বস্তু ঠিক কী হতে চলেছে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও আইওএ। ইতিমধ্যে বস্টন, হামবুর্গ ও রোম ২০১৪ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব নিতে চেয়ে আবেদন জানিয়েছেন।এমআর/আরআই
Advertisement