ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমতি চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুমতি চেয়ে ১০১ জন আইনজীবীর তালিকা দেন তারা। সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে গিয়ে এই তালিকা দেন। এসময় সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী তার সঙ্গে ছিলেন। বিকেল পাঁচটার মধ্যে এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব। ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন নিয়ে জনগণ অস্বস্তিতে আছেন। নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও অনেক প্রশ্ন অনেকের। শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েও তা বাতিল করেছে ইসি। সহস্র নাগরিক কমিটি দেখা করার পর ইসি মত পরিবর্তন করে সেনাবাহিনী ক্যান্টেনমেন্টে থাকবে বলে জানিয়েছে। আমরা বলেছি- কোনো ঘটনা ঘটলে সেনাবাহিনী পাঁচ মিনিটের মধ্যে গিয়ে তা নিয়ন্ত্রণে আনতে পারবে না’। তিনি আরো বলেন, সেনাবাহিনীসহ সব ধরনের আইন-শৃঙ্খলাবাহিনী মাঠে রাখার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছি। সমগ্র জাতি চায় নিরপেক্ষ নির্বাচন হোক, ভোটাররা যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এটি নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সচিব বলেছেন, তিনি এসব এব্যাপারে সিইসির সঙ্গে কথা বলবেন। আমরা আশা করি সোমবার পাঁচটার মধ্যে নির্বাচন কমিশন আমাদের পর্যবেক্ষক কার্ডের ব্যাপারে জানাবে। কারণ তারা অনেক ভুঁইফোড় সংগঠনকে নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি দিয়েছেন। তাই আমরা আশা করি এই সংগঠনের মত একটি প্রতিষ্ঠানকে তারা নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি দেবেন। নির্বাচন কমিশনের কাজে আমাদের সহায়তা করার সুযোগ দিবেন তারা। এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত করার জন্য সহায়তা করতে চাই আমরা। এই শেষ সময়ে তারা কেন এ আবেদন করলেন- এই প্রশ্নের জবাবে এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এইসব কাজ শেষ সময়েই করতে হয়। সময়ের কোনো স্বল্পতা নেই। সিইসি নির্দেশ দিলেই এটি বাস্তবায়ন হবে। কারণ অনেক নির্বাচন কর্মকর্তা একাজের জন্য আছেন। আমরা আশাবাদী ইসি এ ব্যাপারে সহযোগিতা করবেন। এইচএস/একে/আরআইপি
Advertisement