বাস চালকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাঙামাটির ২০টি রুটে সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট চলছে। আজ বুধবার ভোর থেকে ধর্মঘটের কারণে রাঙামাটির ১৪টি সড়কে বাস-মিনিবাস-ট্রাক ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ৬টি নৌপথে কোন লঞ্চ চলাচল করছে না। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ধর্মঘটের ফলে রাঙামাটির দূরপালার ও অভ্যন্তরিন সড়কের সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা দূর্ভোগে পড়েছে। মঙ্গলবার রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে রাঙামাটি সড়ক ও নৌপথ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ধর্মঘটের ডাক দেন। উলেখ্য, সোমবার রাতে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় বাস শ্রমিক, রাজমিস্ত্রি, স্থানীয় দোকানদারের সাথে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পরিবহণ শ্রমিকদের উপর। এসময় দুই চালকসহ ৬ জন আহত হয়। আহতরা হলেন- জাহাঙ্গীর আলম, সজল, হেলপার প্রদীপ সরকার, আব্দুল মান্নান ও রফিক। এই হামলার ঘটনায় চালকরা বাস চলাচল বন্ধ করে দেয়। রাঙামাটি শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক খোরশেদ আলমা অভিযোগ করে বলেন, বাস শ্রমিকের উপর হামলার ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষনিককভাবে অভিযান চালিয়ে হাফিজুল ও মঞ্জু নামের দুইজনকে আটক করলেও মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। যারা প্রকাশ্য ঘোরাফেরা করছে। দোষীদের যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন পরিবহন ধর্মঘট চলবে।
Advertisement