খেলাধুলা

রাশিয়ায় যাচ্ছে কোন ভাগ্যবান কিশোর ফুটবলার?

ফিফা কনফেডারেশন্স কাপ উপলক্ষ্যে রাশিয়া আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব-১২ ফুটবল ফেস্টিভ্যাল। সেখানে অংশ নেবে বাংলাদেশও। তবে পুরো দল নয়, আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে শুধু একজন ফুটবলার খেলতে যাবে। সেই ভাগ্যবান ফুটবলার বাছাইয়ের জন্য রোববার ট্রায়াল ডেকেছে বাফুফে।ফুটবলের মাধ্যমে বন্ধুত্ব ছড়িয়ে দিতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছে ফিফা। এখানে বিভিন্ন দেশের ফুটবলারদের নিয়ে গড়া হবে একটি দল। বিভিন্ন পজিশনের ফুটবলার নিয়ে ফিফা গড়বে ওই নির্দিষ্ট একাদশ। এভাবে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৬৪ দেশের ফুটবলার। লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে চাওয়া হয়েছে একজন স্ট্রাইকারকে।সেই স্ট্রাইকারকে বেছে নিতেই এত আয়োজন। রোববার দুপুরে বাফুফের টার্ফে হবে ট্রায়াল। দেশের বিভিন্ন একাডেমি এবং বঙ্গবন্ধু স্কুল ফুটবল টুর্নামেন্ট থেকে সেরা ফুটবলারদের পরখ করে দেখবেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। আরআই/আইএইচএস/এআরএস

Advertisement