খেলাধুলা

বেঙ্গালুরুতেও সামাদকে পাচ্ছে না আবাহনী

পাসপোর্ট সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে খেলতে কলকাতা যেতে পারেননি আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ। একই সমস্যার কারণে এএফসি কাপে ভারতের আরেক ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষেও এ অভিজ্ঞ ডিফেন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। বাকি খেলোয়াড়রা ভিসা পেলেও এখনও সামাদের পাসপোর্ট ফেরত দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন। তাকে ছাড়াই রোববার সকালে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে আকাশী-হলুদরা।

Advertisement

আবাহনী অবশ্য এখনও আশা ছাড়েনি। ক্লাব সূত্রে জানা গেছে, তারা সামাদের ভিসার জন্য অপেক্ষা করবে। পুরো দল রোববার সকালে চলে যাবে। সামাদ ২/১ দিন পর ভিসা পেলে তাকে বেঙ্গালুরু পাঠানো হবে। এএফসি কাপের বর্তমান রানার্সআপ দলের সঙ্গে আবাহনীর ম্যাচ ১৮ এপ্রিল। শেষ পর্যন্ত সামাদের ভিসা না হলে এ ম্যাচেও আবাহনীকে খেলতে হবে মাত্র ২ বিদেশি নিয়ে একজন নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন এবং অন্যজন ইংলিশ জোনাথন।

ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলে হারার পর আবাহনী কলকাতা গিয়ে মোহনবাগানের কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। পরপর দুই ম্যাচ হারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সামনে এবার ভারতের আরেক জায়ান্ট বেঙ্গালুরু এফসি।

আরআই/আইএইচএস/জেআইএম

Advertisement