রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আসাদ

অবেশেষে দলের হাইকমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হলেন ছাত্রলীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আসাদ। যদিও তিনি দলীয় প্রধান শেখ হাসিনার কাছ থেকে কোনো নির্দেশ না আসায় স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।লিখিত বক্তব্যে আসাদ বলেন, ‘আপনারা অবগত আছেন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ২১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। এই বিশ্ববিদ্যালয়ের আমার প্রতি শিক্ষক-ছাত্র-কর্মজীবী জনতার বিশাল একটা সমর্থন রয়েছে।’ তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মজীবী-ছাত্রদের দিকে তাকিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। আমি তাদের দ্বারে দ্বারে গিয়ে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়কে আমি অনেক ভালোবাসি। তার থেকে বেশি ভালোবাসি মমতাময়ী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’ তিনি আরও বলেন, ‘গতকাল (রোববার) রাত ১২টা পর্যন্ত আমি তাকিয়ে ছিলাম জননেত্রী শেখ হাসিনার দিকে। আমি আশা করেছিলাম তিনি হয়তো বা আমাকে সমর্থন না দিলেও আমার এই নির্বাচন ওয়ার্ডটা উন্মুক্ত করে দিবেন। যেহেতু গতকাল পর্যন্ত আমার প্রতি কোনো নির্দেশ আসেনি তাই আমি নির্বাচন প্রার্থীতা বয়কট করলাম।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইমসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, গতকাল (রোববার) রাত ১২টায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজের প্রচার কাজ করেন তিনি। এ সময় ক্যাম্পাসে বিশাল শো-ডাউনও দেয় আসাদবাহিনী।এমএইচ/বিএ/পিআর

Advertisement