আগামীকাল রোববার থেকে রাজধানী ঢাকায় গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে ঢাকায় কোনো বাস সিটিং হিসেবে চলবে না এবং কেউ সিটিং সার্ভিস ভাড়া নিতে পারবে না।
Advertisement
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।
তিনি আরও বলেন, বাস-মিনিবাসে কিলোমিটারপ্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বিকেল ৪টায় এলেনবাড়িতে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তারা।
Advertisement
মশিয়ার রহমান আরও বলেন, সিটিং সার্ভিস বন্ধ ও ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে। এসব পর্যবেক্ষণের জন্য বিআরটিএ’র একাধিক টিম মাঠে থাকবে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শনিবার থেকে ঢাকার বাস-মিনিবাসে সিটিং সার্ভিস প্রথা বাতিলের ঘোষণা দেয় পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে শনিবার সকাল থেকে কেউই এই সিদ্ধান্ত না মেনে কথিত সিটিং সার্ভিসের মাধ্যমে বাস পরিচালনা করছে। তাই শনিবার বিকেলে জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত দেয়া হয়।
এআর/ওআর/আরআইপি
Advertisement