খেলাধুলা

সাকিব না মোস্তাফিজ?

জাতীয় দলের সতীর্থ, দলকে জেতাতে দুইজনই ভূমিকা রাখেন। এক সঙ্গে জয়ের আনন্দ উল্লাস করেন। তবে আজ তারা একে অপরের প্রতিপক্ষ। বলা হচ্ছে সাকিব ও মোস্তাফিজের কথা। আইপিএলে আজ মাঠে নামবে সাকিবের কলকাতা ও মোস্তাফিজের হায়দরাবাদ। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে ম্যাচটি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

Advertisement

আইপিএলে এর আগে দুইবার শিরোপা জিতেছে কলকাতা। যে দুইবারই ব্যাটে-বলে অবদান রেখেছিলেন সাকিব। এমনকি গত মৌসুমে ভালো করায় এবারও তাকে দলে রাখে কেকেআর। তবে চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তিন ম্যাচের দুই ম্যাচে জয় পাওয়া কলকাতার পক্ষে সাকিব আজও মাঠে নামতে পারবেন কি না, তা নিশ্চিত নয়।

এদিকে গতবারই প্রথম আইপিএলে অংশ নিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। তার বোলিং নৈপুণ্যেই প্রথমবারের মত হায়দরাবাদ শিরোপা জিতে। তাই এবারও তাকে দলে রেখে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে খুব বেশি সুবিধা করতে পারেননি এই তারকা। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য।

এমআর/এমএস

Advertisement