ভারতের কারাগারে ১৪ বছর কারাভোগ শেষে দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। রোববার সন্ধ্যা ৭ টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে দুই বাংলাদেশিকে তুলে দেয়।ফেরত আসা বাংলাদেশিরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার শেখ মোস্তফা কামালের ছেলে মিজানুর রহমান (৩৭) ও আবুল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, ভালো কাজের সন্ধানে ১৪ বছর আগে ওই যুবকেরা দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। পরবর্তীতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের দিল্লী পুলিশ তাদের আটক করে তিহার সেন্ট্রাল জেলে পাঠায়। সেখানে দীর্ঘ ১৪ বছর কারাভোগ শেষ হলে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, ফেরত আসা দুই বাংলাদেশিকে বিশেষ ব্যবস্থায় বাড়িতে পাঠানো হয়েছে।এসএস/এমএস
Advertisement