আর্সেনালের সঙ্গে গোল শুন্য ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে গেছে হোসে মরিনহোর চেলসি। তবে গোল না হলেও ম্যাচ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণের সঙ্গে বাজে রেফারিং নিয়ে মাঠ গরম ছিল।রোববার এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে রুখে দেয়ার ফলে ১০ পয়েন্ট এগিয়ে গেল হোসে মরিনহোর চেলসি। পাশাপাশি আর্সেন ওয়েঙ্গারের দলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ১৩ তে উন্নীত করতে সক্ষম হলেন মরিনহো।এই মৌসুমে এখনও পাঁচ ম্যাচ বাকি রয়েছে চেলসি। ফলে আর দুটি জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির।রোববার ৬০ হাজার দর্শক ঠাসা এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দিলেও গোলের দেখা পায়নি কেউ। দুই দলের খেলোয়াড়দের চার চারটি পেনাল্টির আদেবন নাকচ করে দেন রেফারি মাইকেল অলিভার। গোলের জন্য দুই দলই বেশ কয়েকজনকে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নামালেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউ।এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৬৭ পযেন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা ম্যানসিটি সমান ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।পিআর
Advertisement