খেলাধুলা

মুম্বাইকে ১৪৩ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে ফিরেছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। তবে বেঙ্গালুরুর স্কোরবোর্ড তেমন সমৃদ্ধ হলো না। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রানেই থেমেছে বেঙ্গালুরুর ইনিংস। জয়ের জন্য মুম্বাইয়ের সামনে ১৪৩ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে কোহলির দল।

Advertisement

টস হেরে ব্যাট করতে নামা বেঙ্গালুরু শুভসূচনাই পেয়েছিল। দুই ওপেনার কোহলি ও গেইলের কল্যাণে। উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। ফেরার ম্যাচটাকে কোহলি স্মরণীয় করে রাখলেন ফিফটি দিয়েই। খেলেছেন ৬২ রানের ইনিংস। তার ৪৭ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও দুটি ছক্কায়। মিচেল ম্যাকক্লেনেঘানের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে কোহলি পথ ধরেন প্যাভিলিয়নের।

২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করতেই হার্দিক পান্ডিয়ার শিকারে পরিণত হন ক্রিস গেইল। এবি ডি ভিলিয়ার্সকে আজ স্বরূপে দেখা যায়নি। ২১ বলে একটি ছক্কায় করেছেন ১৯ রান। ঝলসে ওঠার আগেই ভিলিয়ার্সকে ফেরান হার্দিক পান্ডিয়া।

কেদার যাদব থেমেছেন ৯ রানে। মান্দীপ সিং খুলতে পারেননি রানের খাতাই। পবন নেগি ১৩ ও স্টুয়ার্ট বিনি ৬ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের পক্ষে দুটি উইকেট নেন ম্যাকক্লেনেঘান। আর একটি করে উইকেট পকেটে পুরেছেন হার্দিক পান্ডিয়া ও ক্রনাল পান্ডিয়া।

Advertisement

বেঙ্গালুরুর একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, কেদার যাদব (উইকেটরক্ষক), মান্দীপ সিং, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, যোগেন্দ্র চাহাল ও স্যামুয়েল বদ্রি।

মুম্বাইয়ের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), জস বাটলার, পার্থিব প্যাটেল, নিতিশ রানা, কাইরন পোলার্ড, ক্রনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, টিম সাউদি, জসপ্রিত বুমরাহ ও মিচেল ম্যাকক্লেনেঘান।

এনইউ/পিআর

Advertisement